"খবর পড়ছি ছন্দা সেন"
পাড়ি দিলেন না ফেরার দেশে
প্রয়াত আকাশবাণী ও দূরদর্শনের পরিচিত সংবাদ পাঠিকা ছন্দা সেন। বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি অনেক দিন ধরে অসুস্থ ছিলেন। হঠাৎ করে বুধবার রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই তাঁর মৃত্যু হয়।
১৯৭৪ সালে আকাশবাণীতে যোগ দেন ছন্দা সেন। এরপর ১৯৭৫ সাল থেকে কলকাতা দূরদর্শনে নিয়মিত সংবাদ পাঠ করতেন। তবে এরপর থেকে তাঁর অসুস্থতা বাড়তে থাকে। ২০০৬ সালে তিনি সাংবাদিকতা থেকে অবসর নেন। তাঁর মৃত্যুর খবর সংবাদ জগতে শোকের ছায়া নামিয়ে দিয়েছে।